ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের জানার বিষয়ঃ
ক) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
খ) প্রার্থী/প্রার্থীনির ভর্তি ইচ্ছুক কোর্সের জন্য উল্লেখিত যোগ্যতা অবশ্যই থাকতে হবে।
গ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে শুধুমাত্র ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
ঘ) ভর্তির সময় ভর্তি ফি, রেজিঃ ফি ও অন্যান্য ফিসহ মোট কোর্স ফি এর নূন্যতম ১/৩ কোর্স ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ঙ) ভর্তি পরীক্ষার সময় ও তারিখ সরাসরি কার্যালয়ে অথবা দৈনিক পত্রিকার মাধ্যমে জানা যাবে।
চ) এছাড়া মেধাবী ও নিম্নবৃত্ত পরিবারে বেকার শিক্ষার্থীদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ স্বাপেক্ষে কোর্স ফি মওকুফ এর ব্যবস্থা থাকবে। তবে এক্ষেত্রে মহিলারা বেশী সুবিধা পাবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আপনাকে দিচ্ছেঃ
লেটেষ্ট সফটওয়্যার ও উন্নত কম্পিউটার প্রশিক্ষণের নিশ্চয়তা।
মনোরম পরিবেশে সকল প্রশিক্ষণের পূর্ণ নিশ্চয়তা।
প্রশিক্ষণ চলাকালীন ও শেষে নিয়মমাফিক দীর্ঘ সময় প্র্যাকটিসের বিশেষ সুবিধা।
একজনের জন্য একটি কম্পিউটার
সাধারণ জ্ঞান চর্চার সুবিধা।
প্র্যাকটিসের সময় সার্বক্ষণিক একজন প্রশিক্ষকের উপস্থিতির নিশ্চয়তা।
ফ্রি মডেল টেষ্টের ব্যবস্থা।
বিভিন্ন বিষয়ের দেশী-বিদেশী বই সমৃদ্ধ গ্রন্থাগার সুবিধা।
সন্ধাকালীন ব্যাচের সুবিধা।
প্রশিক্ষণ পদ্ধতিঃ
ক্লাস অনুযায়ী লেকচার সিট প্রদান।
প্র্যাকটিসের সময় সার্বক্ষণিক একজন প্রশিক্ষকের উপস্থিতি।
শিক্ষার্থী মেধা ও বুদ্ধিবৃত্তির উপর ভিত্তি করে প্রশিক্ষণের ব্যবস্থা।
প্রতিটি প্রোগ্রাম শেষে পরীক্ষার ব্যবস্থা।
পরীক্ষা পদ্ধতিঃ
প্রত্যেক প্রশিক্ষণার্থীর প্রত্যেক পর্বের প্রাপ্ত নম্বর ও চুড়ান্ত পরীক্ষা নম্বরের সমন্বয়ে গ্রেডিং ফলাফল প্রকাশ করা হয় এবং ৪৫% এর কম নম্বর প্রাপ্তদের অকৃতকার্য বিবেচিত হবে।
বৃত্তি প্রদানঃ
চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল, ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে প্রশিক্ষণার্থীদের মেধা ভিত্তিক নির্ধারিত হারে বৃত্তি প্রদান করা হয়। তবে অনিয়মিত প্রশিক্ষণার্থীরা বৃত্তি পাবার উপযোগী বলে বিবেচিত হবে না।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত কোর্সসমূহঃ
ক্রঃ নং | কোর্সের নাম | মেয়াদ | ভর্তির নূন্যতম যোগ্যতা |
০১ | সার্টিফিকেট ইন কম্পিউটার এ্যাপ্লিকেশন | ৩ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০২ | ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজী | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৩ | হায়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজী | ১২ মাস | এইচ.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৪ | পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকঃ | ২৪ মাস | স্নাতক পরীক্ষার্থী বা সমমান |
০৫ | সার্টিফিকেট ইন ডাটাবেজ প্রোগ্রামিং | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৬ | সার্টিফিকেট ইন সি প্রোগ্রামিং | ৩ মাস | এইচ.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৭ | সার্টিফিকেট ইন অবজেক্ট ওয়ারিটেন্ড প্রোগ্রামিং | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৮ | ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়ার | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৯ | গ্রফিক্স ডিজাইন | ৪ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
১০ | অটোক্যাড টুডি-থ্রীডি | ৪ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
কম্পিউটার প্রোগ্রামিং
প্রত্যেকটি ৮০ ঘন্টা
ক) ভিজুয়্যাল বেসিক
খ) সি ++
গ) ভিজুয়্যাল সি++
ঘ) জাভা
প্যাকেজ প্রোগ্রামিং
প্রতিটি ২০ ঘন্টা
এম.এস.ওয়ার্ড, এক্সেল, ফক্স-প্রো, একসেস
নেটওয়ার্কিং
ক) নেটওয়ার্কিং এন্ড ডাটা কমিউনিকেশন ৬০ ঘন্টা।
খ) গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ১২০ ঘন্টা।
গ) ওয়েবপেজ ড্রেসিং এন্ড ইউজ অব মাইক্রো মিডিয়া ফ্লাস ৬০ ঘন্টা।
আলহাজ্ব খাদেম কমপ্লেক্স (১ম তলা) বিএম কলেজ রোড,বৈদ্য পাড়া (ইন্দ-বাংলা ফার্মা-র বিপরীতে) বরিশাল ।
ফোন নং- ০৪৩১-২১৭৩৬৪