Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

The results of the written examination and the schedule of practical and oral examinations for the recruitment of manpower to 19 (nineteen) vacancies in 10 (ten) categories in grades 14 to 20 of the Divisional Commissioner's Office, Barisal have been published.


বিভাগীয় কমিশনারের দায়িত্বাবলী

বিভাগীয় কমিশনারের সাধারণ দায়িত্বাবলী

জেলা প্রশাসকদের কাজ তদারক, পর্যবেক্ষণ, ও নিয়ন্ত্রন করা বিভাগীয় কমিমনারের প্রধান কর্তব্য। তিনি তাঁর অধিক্ষেত্রাধীন জেলাসমূহের কাজের সমন্বয় সাধন করেন । বিভাগীয় কমিশনার বিভাগীয় প্রশাসনের মূল নিয়ন্ত্রক। কেন্দ্রীয় প্রশাসনের কার্যাবলী বিভাগীয় পর্যায়ের বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার  তত্ত্বাবধান করেন। তাঁর দায়িত্বাবলী নিন্মোক্ত ভাবে বর্ণনা করা যায়ঃ

১. বদলি, পদায়ন সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার তাঁর বিভাগাধীন সকল জেলা এবং উপজেলায় সহকারী কমিশনার, সহকারি কমিশনার (ভুমি), উপজেলা নির্বাহী অফিসারদের বদলি এবং পদায়ন করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনিযুক্ত কর্মকর্তাদের ৩ দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রদানের পর কমিশনার মহোদয় তাদেরকে বিভিন্ন জেলায় পদায়ন করেন। তাছাড়া, ভুমি অফিসে কর্মরত ভুমি উপসহকারী ভূমি কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ারদের বিভাগাধীন আন্তঃজেলা বদলি করেন।

২.  প্রশাসনিক কার্যক্রম তদারকিঃ

বিভাগীয় পর্যায়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কার্যাবলী সমন্বয় সাধন বিভাগীয় কমিশনারের অন্যতম মেৌলিক দায়িত্ব । এ ছাড়া বিভাগীয় কমিশনার বিভাগাধীন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ প্রশাসনে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের কার্যক্রম তদারকি করেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং এ সংক্রান্ত অগ্রগতি, মূল্যায়ন সময়ে সময়ে সরকারকে অবহিত করেন।

৩. রাজস্ব সংক্রান্তঃ

বিভাগের ভূমি রাজস্ব আদায় সংক্রান্ত কার্যাবলী পরিচালনা ও নিয়ন্ত্রন করেন । তিনি বিভাগের প্রধান রাজস্ব অফিসার হিসেবে রাজস্ব আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করন । রাজস্ব বিষয়ে জেলা প্রশাসকদের আদেশের বিরুদ্ধে তিনি আপিল শুনানী গ্রহন করে থাকেন ।

৪. উন্নয়ন সংক্রান্তঃ

বিভাগের  জনগনের সেবা, কল্যাণ ও উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ এ বাস্তবায়ন কাজ বিভাগীয় কমিশনার তদারক করেন । প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি ত্রাণ, পূনর্বাসন কাজ তদারক ও সমন্বয় সাধন করেন ।  

৫.  বিভাগীয় নির্বাচনী বোর্ড সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার পদাধিকার বলে বিভাগীয় নির্বাচনী বোর্ডের সভাপতি। এ বোর্ড তাঁর কার্যালয়, ডিআইজি’র কার্যালয়, পুলিশ কমিশনারের কার্যালয়, বিভাগাধীন জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়ে তৃতীয়  এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন ।

 ৬. মাসিক সভা সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে প্রতি মাসে টাস্ক ফোর্স সভা, বিভাগীয় আইন শৃঙ্খলা সভা, বিভাগীয় রাজস্ব সম্মেলন, বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা এবং ত্রৈমাসিকভাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী গণের সভা অনুষ্ঠিত হয়।

৭. পরিদর্শন সংক্রান্তঃ

তিনি নিয়মিতভাবে বিভাগাধীন সকল জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দর্শন ও পরিদর্শন করেন।

৮.  প্রটোকল সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার বিভাগীয় পর্যায়ের প্রটোকল প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে তিনি প্রধান প্রটোকল অফিসারের দায়িত্ব পালন করেন।

৯. আপিল আদালত পরিচালনা সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার রাজস্ব মামলা ,নামজারি মামলার আপিলেট কর্তৃপক্ষ। এ সংক্রান্ত আপিল তিনি নিষ্পত্তি করেন।

১০. পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের এপিএমবি’র চেয়ারম্যান। তাঁর সভাপতিত্বে পরিত্যক্ত বাড়ি বরাদ্দ এবং বিক্রয় প্রস্তাব প্রদানের নিমিত্ত এপিএমবি সভা অনুষ্ঠিত হয়।

১১. প্রশিক্ষণ সংক্রান্তঃ

বিসিএস প্রশাসন ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ছাড়াও মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি, ভুমি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন। তাছাড়া অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য বিভাগীয় কমিশনার কর্মকর্তা-কর্মচারী মনোনয়ন প্রদান করেন।

১২. ক্রীড়া সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি। বিভাগীয় ক্রীড়া সংস্থা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।

৩. অভিযোগ তদন্ত বিষয়কঃ

বিভাগীয় কমিশনার  বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছাড়াও যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকার্য পরিচালনা করে থাকেন।

৪. ত্রাণ ও দুর্যোগ সংক্রান্তঃ

বিভাগাধীন জেলা এবং উপজেলায় ত্রাণ সামগ্রী বরাদ্দের বিষয় তদারকি করেন। তাছাড়া দুর্যোগকালীন সময়ে তিনি উদ্ধার কার্য মনিটরিং করেন।

১৫. শিক্ষা সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার পদাধিকার বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন পর্ষদের সভাপতি।

৬. গোপনীয় অনুবেদন সংক্রান্তঃ

বিভাগীয় কমিশনার তাঁর কার্যালয়ে কর্মরত অতিরিক্ত বিভাগীয় কমিশনার; পরিচালক, স্থানীয় সরকার এবং জেলা প্রশাসকগণের গোপনীয় অনুবেদন প্রদান করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত  জেলা প্রশাসকগণের গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষর করেন।

১৭.  রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদিঃ

- মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি।

- সাইফার ও ডি-সাইফার সম্পর্কিত পুস্তকাদির সংরক্ষণ এবং প্রাপ্ত সাইফার বার্তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

- গোপনীয় পুস্তকাদির নিরাপদ হেফাজত সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ।

- KPI  এর নিরাপত্তা এর তদারকি।

- বিভাগীয় সার্বিক অবস্থার পাক্ষিক গোপনীয় প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ।

 

১৮.  অন্যান্য দায়িত্বাবলীঃ

- প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং এ সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ।

- বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয়/পর্যালোচনা সভায় যোগদান 

- বিভাগীয় পর্যায়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার স্বাক্ষী হাজিরা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিভাগীয় মনিটরিং কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

-  জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের ব্যাপারে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন।

- অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে বিভাগীয় কমিশনার অফিসে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠান।

- পাবলিক প্রকিউরম্যান্ট রেগুলেশন-২০১৩ অনুযায়ী বিভাগীয় দরপত্র মূল্যায়ন কমিটিতে বিভাগীয় কমিশনারের প্রতিনিধির সদস্য হিসেবে দায়িত্ব পালন।

- অভ্যন্তরীন খাদ্য শস্য সংগ্রহ সংক্রান্ত বিভগীয় কমিটিতে সভাপতির দায়িত্ব পালন।

- প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা অনুসারে বিভাগীয় বাছাই কমিটিতে সভাপতির দায়িত্ব পালন।

- জতীয় পরিবেশ পদক নীতিমালা অনুযায়ী বিভাগীয় পদক মূল্যায়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন।